সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:১০ পূর্বাহ্ন

লকডাউনে চাকরি ছেড়ে বাড়ি ফিরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

টুডে ডেস্ক : / ৪০১
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচান্দক গ্রামে বসত ঘর থেকে আজ রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো স্বামী মানিক হোসেন (২১) ও স্ত্রী লাইলি আক্তার রিনা খাতুন (১৮)। দুজনেই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের খায়রুল মোল্লার ছেলে মানিক কয়েক বছর ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ৬ মাস আগে একই কারখানায় কর্মরত রিনার সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পোশাক কারখানায় কর্মরত অবস্থায় করোনার লকডাউনের কারণে প্রায় তিন মাস আগে ওই দম্পতি ফরিদপুর চলে আসেন। বাড়িতে আসার পর থেকেই মারাত্মক অর্থকষ্টে ভুগতে থাকেন ওই স্বামী-স্ত্রী সহ পরিবারের সদস্যরা। এ নিয়ে প্রায়ই পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি হত। আজ দুপুরেও ঝগড়া করে দুজনেই নিজেদের ঘরে চলে যায়।


এই শ্রেণীর আরো সংবাদ