HEADLINE
সাতক্ষীরা সীমান্তে অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক ঝাউডাঙ্গা হাইস্কুল জামে মসজিদের ওযুখানা নির্মাণ কাজ উদ্বোধন শ্যামনগরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু কাশ্মিরি ও থাইআপেল কুল চাষে সফল সাতক্ষীরার মিলন ঝাউডাঙ্গা সড়কে বাস উল্টে ১০জন আহত ঝাউডাঙ্গায় জমকালো আয়োজনে শুরু হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা কালিগঞ্জে শীতার্ত মানুষের পাশে ”বিন্দু” মাদ্রাসা শিক্ষক শামসুজ্জামানের বিরুদ্ধে ফের ছাত্র বলাৎকারের অভিযোগ স্বামী বিবেকানন্দ দর্শন আমাদের মুক্তির পথ : সাতক্ষীরায় ১৬০তম জন্মবার্ষিকী উৎসবে আলোচকরা আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকা ও ৩৪ ভরি স্বর্ণালঙ্কার লুট 
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০১:২৯ অপরাহ্ন

রায়নগর নৌ পুলিশের অভিযানে সুন্দরবন থেকে অবৈধ নৌকা ও জাল জব্দ

আব্দুল কাদের, শ্যামনগর / ১৪৯
প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

শ্যামনগর উপজেলার রায়ননগর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে পশ্চিম সুন্দরবন থেকে একটি অবৈধ্য নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের

ভিত্তিতে ০৪ ই আগষ্ট বৃহস্পতিবার রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস জানতে পারে , সাতীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের তালপট্টি নামক স্থানে অবৈধ্য নৌকা মৎস আহরন করছে। তাৎনিক সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে উপস্থিত হয়ে মালিক বিহিন একটি নৌকা, অবৈধ্য জাল ও মাছ জব্দ করে। এ বিষয়ে রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই তারক বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের তালপট্টি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক বিহীন একটি নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপরে সাথে কথা বলে, গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জব্দকৃত মাছ এলাকার চারটি এতিম খানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়ছে।


এই শ্রেণীর আরো সংবাদ