সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন

রাত পোঁহালেই দেবহাটা প্রেসক্লাবের নির্বাচন

দেবহাটা প্রতিনিধি / ১৭৯
প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

রাত পোঁহালেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহষ্পতিবার অনুষ্ঠিত হবে দেবহাটা প্রেসক্লাবের ২০২২-২৪ কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। জাঁকজমকপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে নির্বাচন সম্পন্নে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও প্রেসক্লাবের বর্তমান আহবায়ক কমিটি। নির্বাচন ঘিরে গেল প্রায় একমাস উৎসবের আমেজ বিরাজ করছে দেবহাটা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের মাঝে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব হলরুমেই চলবে ভোটগ্রহন। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রেসক্লাবের ২৫জন ভোটার। ভোট চলাকালীন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দীতার জন্য ১৩টি পদের মধ্যে দপ্তর সম্পাদক ব্যাতীত অন্যান্য ১২টি পদে মোট ১৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাদের মধ্যে সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সহ-সভাপতির দুটি পদে সাবেক দুই সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ ও আবু হুরাইরা, যুগ্ম সম্পাদক পদে সাবেক যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান ও সদস্য লিটন ঘোষ বাপী, অর্থ সম্পাদক পদে সাবেক ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন এবং তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে সাবেক কার্যনির্বাহী সদস্য এমএ মামুন একক প্রার্থী থাকায় ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন তারা। বাকি পদগুলোর মধ্যে নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি আব্দুর রব লিটু, সাবেক যুগ্ম সম্পাদক নির্মল কুমার মন্ডল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম একে অপরের প্রতিদ্বন্দীতা করবেন। তাছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সাবেক অর্থ সম্পাদক কবির হোসেন এবং সদস্য সুমন পারভেজ বাবু, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে সাবেক কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন ও সদস্য ফরহাদ হোসেন সবুজ, এবং কার্যনির্বাহী সদস্যের পৃথক দুটি পদে সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, মিজানুর রহমান এবং রুহুল আমিন একে অপরের প্রতিদ্বন্দীতা করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


এই শ্রেণীর আরো সংবাদ