HEADLINE
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হাম’লায় কিশোরের মৃ’ত্যু লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৫৪ অপরাহ্ন

রাজগঞ্জে মৎস্য ঘের থেকে মুদি দোকানির লাশ উদ্ধার

মনিরামপুর প্রতিনিধি / ২৩১
প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাছের ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামের এক মুদি দোকানির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ মার্চ-২০২২) সন্ধ্যায় রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের লক্ষণপুর এলাকার জনৈক উজ্জ্বলের ঘেরে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ যান এবং মাছের ঘেরে থেকে লাশ ও ঘের পাড়ে, পড়ে থাকা বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে। বিল্লাল হোসেন লক্ষণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। তিনি চার কন্যা সন্তানের জনক। স্থানীয় নেংগুড়াহাট বাজারে তাঁর মুদি দোকান রয়েছে। পুলিশসহ স্থানীয়রা জানান- ব্যবসা করতে যেয়ে অনেক ঋণ হয়ে যান বিল্লাল। এ নিয়ে স্ত্রী আমেনা খাতুনের সাথে তার প্রায় ঝগড়া হতো। শুক্রবার (১৮ মার্চ-২০২২) বিকেলে স্ত্রীর সাথে ফের ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর বাড়ি ফেরেননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার বিকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উজ্জ্বলের ঘেরে স্বামীর ভাসমান লাশ দেখতে পান আমেনা।স্থানীয়দের ধারণা বিষপানে বিল্লাল আত্মহত্যা করেছেন। বিষ খাওয়ার পর তিনি ঘেরের পাড়ে বমি করেন। সে বমি খেয়ে একটি শালিখ পাখি মারা গেছে। ঘেরের পাড়ে পাখিটিকে মৃত পড়ে থাকতে দেখা গেছে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) লিটন মিয়া এদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে বলেন- স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রাথমিক ধারণা করা হচ্ছে ঋণের দায়ে ও স্ত্রীর সাথে অভিমান করে কিছু একটা ঘটেছে। ময়না তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। 


এই শ্রেণীর আরো সংবাদ