মণিরামপুর উপজেলার রাজগঞ্জে অবৈধ কারেন্টজাল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার রাজগঞ্জের মশ্মিমনগর ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান। এ সময় ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪(ক) ধারায় উৎপাদনকারী গৌরাঙ্গ বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এদিকে ট্রেডলাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় রাজগঞ্জ বাজারের শেখ এন্টারপ্রাইজের মালিক সার ব্যবসায়ী মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১ কেজির বাটখারায় ৫৩ গ্রাম ওজন কম থাকায় একই বাজারের মাছ বিক্রেতা মোসলেম উদ্দিনকেও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ড. আবু হাসান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চসহকারী সাইফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।