মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন

রাজগঞ্জে ডে-নাইট হা-ডু-ডু টুর্নামেন্টে সালামতপুর হাডুডু একাদশ চ্যাম্পিয়ন

মনিরামপুর প্রতিনিধি / ২৯৯
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

খেলাই শক্তি খেলাই বল মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রাজগঞ্জে গ্রাম বাংলার ঐতিয্যবাহী ৮ দলীয় ডে-নাইট হাডুডু টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ফইনাল খেলায় হায়াতপুর হাডুডু একাদশকে ৪-১ গোলে হারিয়ে সালামতপুর হাডুডু একাদশ চ্যাম্পিয়ন হয়েছে । প্রধান অতিথির সময় সংকটের কারনে বিজয়ী দলের অধিনায়ক মামুনুর রশিদের হাতে বিজয়ী ট্রপি তুলেদেন খেলার পরিচালক হাফিজুর রহমান বাঙ্গালি। বুধবার সকাল ১০টায় অনুষ্ঠানিক ভাবে খেলার উদ্ব্যেধন করেন অত্র বিদ্যালয়ের সভাপতি। এদিন রাত ৯টায় ফাইনাল খেলাটি সম্পন্ন হয় । শান্তি পূর্ণ পরিবেশে শত শত খেলা প্রেমী দর্শক খেলা উপভোগ। মনিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলার আয়োজন করেন চন্ডিপুর গামের মাদক বিরোধী যুবসংঘ্য। খেলার মঞ্চে মধ্যমণি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সামসুল হক মন্টু তিনি উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। সভাপতিত্ব করেন চন্ডিপুর প্রাথমীক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় ও ঝাঁপা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সফল সভাপতি রওশন জামান টুটুল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য মাহাবুর রহমান।


এই শ্রেণীর আরো সংবাদ