HEADLINE
ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায় জনসচেতনতা কবিতা: শরৎ মাখা শারদীয়া কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতাকে পি’টিয়ে হ’ত্যা ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ অপরাহ্ন

রাজগঞ্জে আমন ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক, প্রয়োজন ভারি বৃষ্টি

উত্তম চক্রবর্তী, মনিরামপুর / ৫৩৬
প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

শ্রাবণ যায় যায়, ভাদ্র আগমন, এসময় গরম ও রোদ্রের প্রচন্ড দাপট। এই গরমের মধ্যেই যশোরের রাজগঞ্জ অঞ্চলের কৃষকেরা আমন ক্ষেত পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কোমর বেঁধে আমন ক্ষেতে নেমেছেন নারী-পুরুষেরা। আমনের উঁচু ক্ষেতগুলোতে পানির অভাব থাকলেও নিচু ক্ষেতে পানির অভাব তেমনটা নেই। উঁচু ক্ষেতে সেচ মেশিন দিয়ে পানি দিতে হচ্ছে। সোমবার (০৬ সেপ্টেম্বর- ২০২১) বেলা সাড়ে ১১টায় সরেজমিনে এসব চিত্র দেখাগেছে। আরো দেখাগেছে- আমন ক্ষেতের চারা সতেজ হয়ে মাঠের পর মাঠ এখন সবুজের সমারোহ। যেদিকেই চোখ যায় শুধু সবুজের মিলনমেলা। আমনের মাঠ যেন সবুজে ঢাকা প্রকৃতি। চারদিকের এই নয়নাভিরাম দৃশ্য কৃষকের মনে দিচ্ছে এক ভিন্ন আমেজ। এখন প্রয়োজন ভারি ও মাঝারি বৃষ্টিপাত। বৃষ্টির পানি পেলে স্বস্তি পাবে আমন ধানের উঠতি চারাগুলো। তাতে ক্ষেতের সৌন্দর্য্য আরো বৃদ্ধি পাবে। আবহাওয়া অনুকুলে থাকলে এবার রাজগঞ্জ অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকেরা। কৃষকেরা কেউ কেউ ক্ষেতের আগাছা পরিস্কার করছে, আবার কেউ কেউ রাসায়নিক সার, কীটনাশক স্প্রে করছে। উঁচু ক্ষেতগুলোতে পানি না থাকায় মাঠ ফেটে গেছে। একারণে কৃষকেরা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। উঁচু ক্ষেতের মালিকরা সেচের পানি দিয়ে আমন ক্ষেত ভিজায়ে রাখছেন। বৃষ্টি হলেই কৃষকের পানির চিন্তা অনেকটা কেটে যাবে। রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের কৃষক রমজান আলী বলেন- আমন ক্ষেতে পানি নেই, মাঠ ফেটে চৌচির। যে কারণে সেচ দিতে হচ্ছে। তবে বৃষ্টি হলেই পানির সমস্যা কেটে যেতো। মশ্বিমনগর ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের আরেক কৃষক লিয়াকত আলী বলেন- পানির সমস্যা একটু আছে। নিচু আমনের ক্ষেতে এখনো কিছুটা পানি আছে। তাতে চারা গাছগুলো এখন বেশ সতেজ আছে। এখন পরিচর্যা নিয়ে ব্যস্ত আছি। চালুয়াহাটি ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা এসএম মারুফুল হক বলেন- প্রত্যেক বছর আমন মৌসুমে কৃষকদের যাবতীয় পরামর্শ ও সেবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রদান করা হয়। এ বছরও দেয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ধান উৎপাদন হবে। 


এই শ্রেণীর আরো সংবাদ