HEADLINE
ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায় জনসচেতনতা কবিতা: শরৎ মাখা শারদীয়া কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতাকে পি’টিয়ে হ’ত্যা ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন

রাজগঞ্জে অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, বেকায়দায় কৃষক

উত্তম চক্রবর্তী, মনিরামপুর / ৪৮১
প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

আবহাওয়া অনুকূলে থাকায় এবার মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন সেই ধান কাটা ও ঘরে তোলার মৌসুম চলছে। ঠিক এই সময়ে আবহাওয়ার বিরুপ প্রভাবে, অসময়ে শুরু হয়েছে হালকা ও মাঝারি বৃষ্টিপাত। এতে মাঠেই, ঘরে তোলার অপেক্ষায় কেটে রাখা আমন ধান ভিজে একাকার হয়ে গেছে। বেকায়দায় পড়েছে কৃষকরা। জানাগেছে- রাজগঞ্জের বেশিরভাগ এলাকার ধান, বৃষ্টি শুরুর আগেই গোলায় উঠলেও কিছু কিছু কৃষক এখনো ধান ঘরে উঠাতে পারেনি। রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের কৃষক মোঃ নিছার আলী জানান- দুই বিঘা জমির আমন ধান কেটেছি। এর থেকে কিছু ধান বাড়ি নিতে পেরেছি আর প্রায় অর্ধেক ধান মাঠেই থেকে গেছে। মাঠের ধানগুলো এই বৃষ্টিতে ভিজে গেছে। এছাড়া সদ্য বোনা সরিষারও ক্ষতি হবে ব্যাপক। সোমবার (১৫ নভেম্বর-২০২১) রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন মাঠে দেখা গেছে কৃষকদের কষ্ঠের ফসল আমন ধান এক রাতের মাঝারি ধরণের বৃষ্টিপাতে ভিজে একাকার হয়ে গেছে। রাজগঞ্জের হানুয়ার-খালিয়া গ্রামের কৃষক শামছুর রহমান বলেন- বৃষ্টির পানিতে ধান ভিজে গেছে। এতে কিছুধান নষ্টও হতে পারে। বৃষ্টি না থামলে আর মাঠে যেয়ে লাভ নেই। রোদ হলে এই ধান শুকাতে হবে। অসময়ের এই বৃষ্টিপাতে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে কত হেক্টর জমির আমন ধান ভিজেছে এমন সঠিক তথ্য কৃষি বিভাগ থেকে জানাতে পারেনি। স্থানীয় উপসহকারি কৃষি কর্মকর্তা এসএম মারুফুল হক  জানান- অনেক কৃষক এখনো ধান কাটেনি। বৃষ্টির আগে যাদের ধান কাটা শেষ হয়েছে, বাড়িতে নিয়ে যেতে পারেনি। তাদের ধান বৃষ্টির পানিতে ভিজে গেছে। এতে বেশি ক্ষতি হবে না। আমরা মাঠে রয়েছি কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়ার জন্য।


এই শ্রেণীর আরো সংবাদ