HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন

রমজানে দেবহাটার প্রায় ৪ হাজার পরিবার পাবে টিসিবি’র পণ্য

দেবহাটা প্রতিনিধি / ২০৫
প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নে রবিবার থেকে চালু হতে যাওয়া টিসিবি’র পণ্য উপকারভোগীদের মধ্যে বিক্রয়ের লক্ষ্যে প্রেসক্লাব নের্তৃবৃন্দের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে উপজেলার ৫টি ইউনিয়নের টিসিবি’র পণ্য বিক্রির তথ্য তুলে ধরে নির্বাহী অফিসার জানান, উপজেলার গরীব ও স্বল্প আয়ের ৩,৭৪১ পরিবারের মানুষদের তালিকার করা হয়েছে। যার মধ্যে কুলিয়া ইউনিয়নে ১০১২ পরিবার, পারুলিয়া ইউনিয়নে ৮১৮ পরিবার, সখিপুর ইউনিয়নে ৫৮০ পরিবার, নওয়াপাড়া ইউনিয়নে ৮৬২ পরিবার, দেবহাটা সদর ইউনিয়নে ৪৬৯ পরিবারকে এই কার্ড প্রদান করা হচ্ছে। প্রতিটি পরিবার দুই দফায় সরকারি নির্ধারিত ৫৫ টাকা দরে প্রত্যেকবার ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মুসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল স্বল্প মূল্যে প্রদান করবে। সংশ্লিষ্ট ইউনিয়নের টিসিবি ডিলারের মাধ্যমে বিক্রিত পণ্য ট্যাগ অফিসারগন তদারকি করবেন। স্ব স্ব ইউনিয়ন পরিষদ চত্বরে এই পণ্য বিক্রয় করা হবে। সুবিধাভোগীরা সকাল ৮ টা থেকে ৫ পর্যন্ত এই পণ্য সংগ্রহ করতে পারবেন। কার্ডধারী প্রতিটি পরিবার তিন পন্যের যৌথ এ প্যাকেজের মালামাল ক্রয়ের সুবিধা নিতে ৪৬০ টাকা সহ যথা সময়ের মধ্যে স্ব স্ব ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকবেন। যদি কোন কার্ডধারী এই সময়ের মধ্যে না আসেন তাহলে বিকাল ৫টার পর সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসার ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে যে কোন স্বল্প আয়ের মানুষের মাধ্যে এই পণ্য বিক্রি করা হবে। তাই সুবিধাভোগীদের যথা সময়ে কার্ড সহ হাজির থাকার নির্দেশ প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
এদিকে প্রেস ব্রিফিং এ উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কৃষি অফিসার ও কুলিয়া ইউপি ট্যাগ অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন প্রমুখ। উপস্থিত ছিলেন , কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, সদস্য কেএম রেজাউল করিম, দিপঙ্কর বিশ্বাস, মিজানুর রহমান, সজল রহমান, ডিলার রেজাউল ইসলাম, সাহেব আলী, সুভাষ ঘোষ উপস্থিত ছিলেন।


এই শ্রেণীর আরো সংবাদ