HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন

মোটরসাইকেল কিনে না দেওয়ায় মা-বাবা’কে ঘুমের ঔষধ খাওয়ালো ছেলে!

নিজস্ব প্রতিবেদক / ৮১৪
প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

মোটরসাইকেল কিনে না দেওয়ায় মা-বাবা’কে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে রাখলেন ছেলে। বৃহস্পতিবার রাত ১০ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, গাভা গ্রামের মহাদেব দাশের ছেলে মৃনাল কুমার দাশ(২০) মা-বাবার নিকট থেকে মোটরসাইকেল দাবি করে আসছে প্রায় বছর খানেক ধরে। কিন্তু মা-বাবা মোটরসাইকেল না দিয়ে তালবাহানা করতে থাকায় ছেলে ধৈর্য ধরতে না পেরে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রান্না করা তরকারির সাথে ঘুমের ঔষধ মিশিয়ে রাখলে ঘুমের ঔষধ মিশানো তরকারি মৃনাল দাশের বাবা মহাদেব সরদার ও মা বাসন্তি রানি খাওয়ার পর অচেতন হয়ে পড়তে থাকা অবস্হায় মা-বাবার সন্দেহ হয় ছেলের উপর। এ নিয়ে ছেলের সাথে মা-বাবার ঝগড়াও হয়। এমনকি ছেলে মৃনাল দাশ মা-বাবাকে মারধর ও করে। রাতে মহাদেব সরদার ও বাসন্তি রানি দু’জনই ঘুমের ঔষধ মিশানো তরকারি খেয়ে ঝগড়া শেষে ঘুমের জন্য একপর্যায়ে অচেতন হয়ে পড়ে। শুক্রবার সকাল ৮টার সময় প্রতিবেশি লোকজন দেখতে পায় মহাদেব সরদার ও বাসন্তি রানি অচেতন অবস্হায় পড়ে আছে। সংঙ্গে সংঙ্গে ব্যাংদহা বাজারের আরোগ্য নিকেতন ক্লিনিকের ডাক্তার দেব্রত কুমার মিত্রকে ডেকে নিয়ে মহাদেব সরদার ও বাসন্তি রানিকে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সন্ধার সময় ডাক্তার দেব্রত কুমার মিত্রসহ প্রতিবেশিরা জানায়, মহাদেব সরদার ও বাসন্তি রানি এখনো দূর্বল আছে, স্যালাইন চলছে দ্রুতই সুস্থ হয়ে উঠবে। ঘটনাটি জানা জানি হলে তাদেরকে এক নজর দেখার জন্য ছুটে আসছে স্থানীয় এলাকাবাসী। তবে এ নিয়ে এলাকায় সর্বত্রই চলছে আলোচনা সমালোচনা।

ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুর রহমান জানান, ছেলে কতৃক মা-বাবা’কে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার ঘটনাটি সত্য। আসলে বিষয়টি খুবই দুঃখজনক, মৃনালকে এরজন্য শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তার মা-বাবা দু’জনই অনেকটা সুস্থ আছেন।


এই শ্রেণীর আরো সংবাদ