HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন

মমতা এ বার ফিটনেস ট্র্যাকার পরে বিধানসভায়

নিউজ ডেস্ক, কলকাতা / ২৩৭
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

স্বাস্থ্য নিয়ে সর্বদা সচেতন তিনি। নিয়মিত ট্রেড মিলেও হাঁটেন। প্রাতর্ভ্রমণেও বেরোতে দেখা যায় তাঁকে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাতের কব্জিতে এ বার পরতে দেখা গেল ফিটনেস ট্র্যাকার। শুক্রবার ওই ফিটনেস ট্র্যাকার পরেই বিধানসভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা ভোটপ্রচারের সময় যদিও মমতার হাতে এই ফিটনেস ট্র্যাকার দেখা যায়নি। তখন মমতার বাঁ হাতে বাঁধা থাকত হলুদ রঙের সুতো। এখন সেই হাতেই ফিটনেস ট্র্যাকার পরছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মমতা সব সময়েই স্বাস্থ্য নিয়ে সতর্ক। রোজ নিয়ম করে হাঁটেন তিনি। বাড়ি থেকে বেরোতে না পারলে ট্রেড মিলেই হেঁটে নেন। বিদেশ সফরে গিয়েও মুখ্যমন্ত্রীকে হাঁটতে দেখা গিয়েছে। শুধু তাই নয় স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবার নিয়েও সচেতন তিনি। অনেকেই মনে করছেন মমতার কব্জিতে ফিটনেস ট্র্যাকার তাই অস্বাভাবিক কিছু নয়। তৃণমূল নেত্রী হয়তো স্বাস্থ্য নিয়ে আরও বেশি সচেতনতার জন্যই ওই ট্র্যাকার ব্যবহার করছেন।

একাধিক বিষয়ে কাজ করে ফিটনেস ট্র্যাকার। স্বাস্থ্য বিষয়ক একাধিক মেনু থাকে। কতটা হাঁটা হল, হার্ট বিট কত, শ্বাস-প্রশ্বাসের গতি— স্বাস্থ্য সংক্রান্ত এ রকম একাধিক বিষয়ের পরিমাপ জানাতে থাকে এই ট্র্যাকার। এমনকি কতটা ঘুম হল, সে তথ্যও জোগায় এই যন্ত্র। এত রকমের সুবিধা থাকার জন্য অনেকেই এটি ব্যবহার করেন।

এ বার দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর কব্জিতে ওই ট্র্যাকার। নিজের স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হওয়ার জন্যই হয়তো ফিটনেস ট্র্যাকার ব্যবহার করছেন মমতা।


এই শ্রেণীর আরো সংবাদ