সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন

মন্দির ও হিন্দু পরিবারের বাড়ীঘর ভাংচুরের প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন

কেশবপুর প্রতিনিধি / ৪০৩
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

খুলনা রুপসা শিয়ালী গ্রামের মৌলবাদী কর্তৃক মন্দির ও হিন্দু পরিবারের বাড়ীঘর দোকানপাট ভাংচুর ও লুটপাট এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকালে কেশবপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সভাপতি রমেশ চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মিত্র, কেশবপুর নাগরিক সমাজের আহŸবায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সিংহ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক কুন্তল বিশ্বাস, অজিত মুখ্যার্জী, শম্ভুনাথ বসু, উজ্জ্বল দাস প্রমূখ। বক্তাগন অবিলম্বে দোষীদের আটক করে আইনের আওতায় আনার দাবী জানান।


এই শ্রেণীর আরো সংবাদ