HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন

মথুরাপুরের জয়নাল বেকারীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার

নিজস্ব প্রতিবেদক / ৩৫৩
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

সাতক্ষীরা সদরের মথুরাপুর বাজারে জয়নাল বেকারীতে স্যাতসেতে নোংরা ঝুলকালির মধ্যে তৈরী হচ্ছে খাবার। এত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চায়ের দোকানের এবং নিত্য প্রয়োজনীয় খাবার তৈরী হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যায় না। দেখলে শরীর শিউরে ওঠে। সাধারন মানুষের কি খাওয়াচ্ছে এই বেকারী মালিক সত্যিই হতবাক হওয়ার মত। মিশানো হচ্ছে পঁচা ও বাদ দেওয়া কেক, বিস্কুট, লাড্ডু, পাউরুটি আরো কত কি? এইমূহুর্তে ভ্রাম্যমান আদালতের অভিযানের দাবী করেছেন এলাকাবাসী।

সাত থেকে আটজন কর্মচারী সম্পূর্ন নোংরা
অস্বাস্থ্যকর অবস্থায় অপরিষ্কার হাতে পুরাতন ও নোংরা কাপড় পরিহিত অবস্থায় ২ হাতে মাড়াচ্ছে নিম্নমানের আটা ও জমানো ডাল্ডা।বেকারীর এক পাশে একটা লোক কৌটা থেকে কাপড়ের রং বের করে গামলায় গুলে কিভাবে কেক ও বিস্কুট এর মধ্যে মিশাচ্ছে ছবি দেখলে
অনুধাবন করা যায়।

সরেজমিনে সদরের মথুরাপুর জয়নাল বেকারীতে যেয়ে দেখা যায় যেসব মেশিনে আটার মন্ড বানানো হয় তার দুর্গন্ধ দুর থেকে ভেসে আসছে। মেশিন গুলো কাজের শেষে কোনদিন ঢেকে রাখে না। ফলে ইদুর, তেলাপোকা ও জেটির আস্তানা এখন জয়নাল ফুড। যে মেশিন গুলোতে প্রতিদিন আটার মন্ড বানানো হয় তা কোনদিন ধোয়ামোছা করা হয়নি। কারখানা তৈরীর পর থেকে আজ পর্যন্ত মেশিন গুলো ধোয়া মোছা হয়েছে কিনা জানতে চাইলে তা কারখানার শ্রমকিরা বলতে পারেননি।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন মুদির দোকানী এ প্রতিবেদককে জানান, আমরা বেকারী দেখেছি কিন্তু এত নোংরা বেকারী কোথাও আছে কিনা আমাদের জানা নেই। নোংরাও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরী হয় এখানে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, জয়নাল ফুডের এক পাশে রাখা হয় বেকিং পাউডার, কাপড়ের রং এর কৌটা, ইশ ও ছ্যাকারিন। ইশ এর ব্যবহার হচ্ছে খাবার ফুলানোর কাজে। আবার সদ্য চিনি ও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় চিনির পরিবর্তে ব্যবহার হচ্ছে চিনি মিশ্রিত ছ্যাকারিন। কারখানায় তৈরী এ সব খাবার শিশুরা খেলে লেবার ও কিডনি সব নষ্ট হবে এমনটাই জানাচ্ছে এলাকার সচেতন ব্যাক্তিরা।

খাবারে এ সব মেশানোর ব্যাপারে জয়নাল ফুড বেকারীর মালিক নুর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এভাবে দীর্ঘদিন আমার বেকারিতে খাবার তৈরী করে আসছি। কোন কোন সমস্যা হয়নি। জানা গেছে, কয়েকবার এই জয়নাল ফুড বেকারীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা দিয়েছেন কিন্তু সেই স্যাতসেতে পরিবেশে তিনি এখনো বেকারী খাবার তৈরী করে বাজারে বিক্রি করে আসছেন। এব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই শ্রেণীর আরো সংবাদ