শ্যামনগর ভেটখালী বাজারের হোমিও পেশাজীবি কল্যাণ সমিতির ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। জানাযায়, গত বৃহস্পতিবার ১৯ শে আগষ্ট বেলা ১২ ঘটিকায় ভেটখালী ঝর্না হোমিও কার্যালয়ে হোমিও চিকিৎসালয়ের সকল সদস্যদের সম্মতিক্রমে মোঃ কওছার আলমকে সভাপতি,নগেন্দ্রনাথ বৈদ্যকে সহ-সভাপতি, বিভাস গাইনকে সম্পাদক ও আব্দুস শুকুরকে দপ্তর সম্পাদক নিযুক্ত করে উক্ত ১৩ সদস্যর নতুন কমিটি অনুমোদন করা হয়।