HEADLINE
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হাম’লায় কিশোরের মৃ’ত্যু লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:৩৮ অপরাহ্ন

ভেটখালী বাজারে পানি নিষ্কাসনের একমাত্র পথটিও দখলের পায়তারা ভূমিদস্যুদের

শ্যামনগর প্রতিনিধি / ২৯০
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

শ্যামনগরের ভেটখালী বাজারে পানি নিষ্কাসনের একমাত্র পথটিও দখলের পায়তারা ভূমিদস্যুদের। উপজেলার অন্যতম বাজার এই ভেটখালী বাজার । এখানে ৪ টি ইউনিয়নের মানুষ এই বাজার থেকে কেনা কাটা করে থাকে এবং লক্ষ লক্ষ টাকার কেনা বেচা হয় প্রতিদিন ৷

রমজাননগর ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসাবে ঐতিহ্যবাহী তালেব আলী গাজীর বাজারকে বর্তমান “ভেটখালী” বাজার বলা হয় ৷ কিন্তু বাজারটি যেন দেখার কেউ নেই ৷ বাজারটিতে প্রতিদিন যে ময়লার স্তুপ জড়ো হয় সেগুলো ফেলার জন্য একটি জায়গা নির্ধারণ হলেও প্রভাশালী ভূমিদস্যুরা দখল করে পাঁকা ঘর নির্মান করে ৷ অন্যদিকে বাজারের চারিদিকে দোকানঘর হওয়ায় জলবদ্ধতা নিরসনে পানি নিষ্কাসনের জন্য বাজার কর্তৃপক্ষ ৫ ফুট প্রস্থ্য একটি পথা রাখেন ৷ গত কয়েক বছর আগে ঐপথের দুপাশ পাঁকা দেওয়াল থাকার সুবাদে সোরা গ্রামের শন্ত মিস্ত্রির পুত্র শাহ আলম রাতারাতি দখল দেখানোর জন্য দু’পাশে কাঠের বেড়া দেয় ৷ এর ফলে প্রতি বৃষ্টির মৌসুমে জলবদ্ধতা সৃষ্টি হলে প্রায় সময় দোকানদারদের সাথে গোলযোগ হয়ে থাকে ৷ গত ১ ডিসেম্বর ২০২১ তারিখে শাহ আলম স্থানীয় প্রভাবশালী মহলের সহযোগিতায় রাতারাতি পাঁকাঘর নির্মান কাজ শুরু করে ৷ কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারীর নির্দেশে কৈখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুধীন কুমার কাজ বন্ধ করে দেন ৷ শাহ আলম ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে ৷ বিভিন্ন নেতাকর্মীদের ধরে ম্যানেজ করার কথা বলছে স্থানীয় প্রতিনিধিকে ৷

দোকানদারেরা বলেন, বৃষ্টিতে আমাদের তরকারি সব ভেসে যায় বাজার কমিটির সভাপতি ৬ নং রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল-মামুন বলেন, আমি বিষয়টি মাত্র শুনলাম ৷ ঐ জায়গাটি তো বাজারে পানি নিষ্কাসনের একমাত্র পথটি ওটা বন্ধ করলে তো বৃষ্টির সময় সব তলিয়ে যাবে ৷

কৈখালী ইউনিয়ন তহশিলদার সূধীন কুমার বলেন, আমি লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারীর বলেন, আমি তহশিলদারকে বলে কাজ বন্ধ করে দিয়েছি ৷ এদিকে শাহ আলম রাতারাতি পাঁকাঘর নির্মান করার পায়তারা শুরু করেছে ৷


এই শ্রেণীর আরো সংবাদ