HEADLINE
রপ্তানি বন্ধের ঘোষণায় একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুন সাতক্ষীরায় ফের একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন

ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস

দেবহাটা প্রতিনিধি / ১৪২
প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩

নানা কর্মসূচীর মধ্য দিয়ে দেবহাটায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় র‌্যালী শেষে ফিঁতা কেটে ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সখিপুর ও সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মকিত, পারুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কুলিয়া ইউনিয়ন ভুমি সহাকারী কর্মকর্তা কান্তিলাল সরকার, নওয়াপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল খান চৌধুরী, এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী শেখ মোয়াজ্জেম হোসেন, অফিস সহকারী প্রদীপ কুমার ঢালীসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মার্ট ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যেই ভূমি মন্ত্রনালয় অনলাইনের মাধ্যমে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং ও ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানী সিস্টেম, হটলাইন সেবা (১৬১২২) ইত্যাদি সেবা চালু করেছে। এতে করে কোন প্রকার ভোগান্তি ও ঝামেলা ছাড়াই অনলাইনে এসকল সেবা নিতে পারবেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, ভূমি সেবা সপ্তাহ ঘিরে স্বল্প সময়ের মধ্যেই ই-নামজারি কেস নিষ্পত্তি করা হবে। সেজন্য দালালের খপ্পরে না পড়ে আগামী ২৮ মে’র আগেই ই-নামজারি কেসের আবেদন করার জন্য সকলের প্রতি আহ্বানও জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।


এই শ্রেণীর আরো সংবাদ