HEADLINE
সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন

ভালো নেই কেশবপুরের ডেকোরেটর ও লাইট মালিক-শ্রমিকরা

উৎপল দে, কেশবপুর / ৪৫১
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

যশোরের কেশবপুরের ডেকোরেটর ও লাইট মালিক-শ্রমিকরা ভালো নেই । মহামারী করোনা ভাইরাসের কারনে চরম দূর্বিসহ জীবন করছে তারা।কোভিট ১৯ সংক্রমনের কারণে সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক,ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকায় কেশবপুরের ডেকোরেটর ও লাইট মালিক-শ্রমিকদের কাঁধে চেপেছে লোকসানের বোঁঝা। পেশা বদল করেছে অনেকেই। কেউ এখন রাজমিস্ত্রীর জোগালে কেউ বা আবার চা বিক্রেতা। দীর্ঘদিন লকডাউনের কারনে ব্যবসা না থাকায় ভবিষ্যত নিয়ে হতাশায় পড়েছে এইসব মালিক ও শ্রমিকেরা। ডেকোরেটর শ্রমিক আবুল কাশেম বলেন কাজ কর্ম না থাকায় একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে দিন কাটছে।
জানা গেছে, কেশবপুর উপজেলায় ৫০টি মাইক, লাইট ও ডেকোরেটর ব্যবসায়ী সহ তিন শতাধিক শ্রমিক মিলে এই ব্যবসা পরিচালনা করে যারা অধিকাংশই আর্থিকভাবে সচ্ছল নয়। এক সময় বিভিন্ন মিছিল মিটিং বিবাহ ,গায়ে হলুদ সহ যে কোন অনুষ্ঠানের জন্য এই ব্যবসায়ীদের কদর ছিল। কোভিড-১৯ এর কারনেএই সব ব্যবসায়ীরা আজ বিপাকে পড়েছে। ব্যবসা বদল করছে অনেকেই।


কোভিড-১৯ এর মহামারির কারনে বিগত দুই বছর ব্যবসায়ীরা কোন ব্যবসা করতে না পারায় অনেক মালিক ও শ্রমিকেরা তাদের দীর্ঘদিনের পেশা ছেড়ে এখন হয়েছে চা বিক্রেতা, ফল বিক্রেতা, রাজমিস্ত্রির লেবার। অনেকেই সংসার চালান্াের জন্য বাড়ি বাড়ি যেয়ে বিচালি কেটে বেড়াচ্ছে।
মালিক ও শ্রমিকেরা এখন মানবেতর জীবন যাপন করছে। অনেকেই ঘরভাড়া ও বিদ্যুৎ বিল না দিতে পেরে এই ব্যবসা ছেড়ে দিয়েছে।


তিশা সাউÐের মালিক টিপু বলেন দীর্ঘ দেড় বছর ঘরভাড়া বিদ্যুৎ বিল ও সমিতির কিস্তি দিয়ে যাচ্ছি ব্যবসা না থাকায় কারনে চা বিক্রি করে খাচ্ছিলাম লকডাউনে তাও হচ্ছে না।
পাপিয়া ডেকোরেটরের মালিক মফিজুর রহমান বলেন সমস্ত মালামাল বাড়িতে এনে রেখেছি সংসার চালানোর জন্য বাড়ি বাড়ি যেয়ে বিচালি কেটে বেড়চ্ছি।


কেশবপুরে মাইক, লাইট ও ডেকোরেটর ব্যবসায়ীর সভাপতি রবিউল ইসলাম বলেন আমাদের সু-দিনে অনেক সুধীজন,রাজনৈতিক নেতারা পাশে থাকত কিন্তু আমাদের দুর্দিনে কাউকে আমাদের পাশে পাচ্ছি না।


এই শ্রেণীর আরো সংবাদ