HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন

ভালো নেই কেশবপুরের ডেকোরেটর ও লাইট মালিক-শ্রমিকরা

উৎপল দে, কেশবপুর / ৪০২
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

যশোরের কেশবপুরের ডেকোরেটর ও লাইট মালিক-শ্রমিকরা ভালো নেই । মহামারী করোনা ভাইরাসের কারনে চরম দূর্বিসহ জীবন করছে তারা।কোভিট ১৯ সংক্রমনের কারণে সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক,ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকায় কেশবপুরের ডেকোরেটর ও লাইট মালিক-শ্রমিকদের কাঁধে চেপেছে লোকসানের বোঁঝা। পেশা বদল করেছে অনেকেই। কেউ এখন রাজমিস্ত্রীর জোগালে কেউ বা আবার চা বিক্রেতা। দীর্ঘদিন লকডাউনের কারনে ব্যবসা না থাকায় ভবিষ্যত নিয়ে হতাশায় পড়েছে এইসব মালিক ও শ্রমিকেরা। ডেকোরেটর শ্রমিক আবুল কাশেম বলেন কাজ কর্ম না থাকায় একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে দিন কাটছে।
জানা গেছে, কেশবপুর উপজেলায় ৫০টি মাইক, লাইট ও ডেকোরেটর ব্যবসায়ী সহ তিন শতাধিক শ্রমিক মিলে এই ব্যবসা পরিচালনা করে যারা অধিকাংশই আর্থিকভাবে সচ্ছল নয়। এক সময় বিভিন্ন মিছিল মিটিং বিবাহ ,গায়ে হলুদ সহ যে কোন অনুষ্ঠানের জন্য এই ব্যবসায়ীদের কদর ছিল। কোভিড-১৯ এর কারনেএই সব ব্যবসায়ীরা আজ বিপাকে পড়েছে। ব্যবসা বদল করছে অনেকেই।


কোভিড-১৯ এর মহামারির কারনে বিগত দুই বছর ব্যবসায়ীরা কোন ব্যবসা করতে না পারায় অনেক মালিক ও শ্রমিকেরা তাদের দীর্ঘদিনের পেশা ছেড়ে এখন হয়েছে চা বিক্রেতা, ফল বিক্রেতা, রাজমিস্ত্রির লেবার। অনেকেই সংসার চালান্াের জন্য বাড়ি বাড়ি যেয়ে বিচালি কেটে বেড়াচ্ছে।
মালিক ও শ্রমিকেরা এখন মানবেতর জীবন যাপন করছে। অনেকেই ঘরভাড়া ও বিদ্যুৎ বিল না দিতে পেরে এই ব্যবসা ছেড়ে দিয়েছে।


তিশা সাউÐের মালিক টিপু বলেন দীর্ঘ দেড় বছর ঘরভাড়া বিদ্যুৎ বিল ও সমিতির কিস্তি দিয়ে যাচ্ছি ব্যবসা না থাকায় কারনে চা বিক্রি করে খাচ্ছিলাম লকডাউনে তাও হচ্ছে না।
পাপিয়া ডেকোরেটরের মালিক মফিজুর রহমান বলেন সমস্ত মালামাল বাড়িতে এনে রেখেছি সংসার চালানোর জন্য বাড়ি বাড়ি যেয়ে বিচালি কেটে বেড়চ্ছি।


কেশবপুরে মাইক, লাইট ও ডেকোরেটর ব্যবসায়ীর সভাপতি রবিউল ইসলাম বলেন আমাদের সু-দিনে অনেক সুধীজন,রাজনৈতিক নেতারা পাশে থাকত কিন্তু আমাদের দুর্দিনে কাউকে আমাদের পাশে পাচ্ছি না।


এই শ্রেণীর আরো সংবাদ