আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার বড়দলে মোবাইল কোর্টে দু’টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালেরর নির্দেশনায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আমিন বড়দল ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টেও মাধ্যমে বড়দলের নজরুল ইসলাম সরদারের একেএস ব্রিকস্ ও ফারুক সানার এএসএস ব্রিকস্ এর ক্লিনের ওয়াল, চিমনীর মোটরসহ ভাটার দৃশ্যাংশ এসকেবেটর মেশিন দ্বারা ভেঙ্গে দেয়া হয়। ভাটা দু’টির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, বড়দল ইউনিয়ন ভূমি কর্মকর্তা এসএম আব্দুল মজিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।