HEADLINE
সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন

ব্রেন টিউমারে আক্রান্ত শাহীনুর বাঁচতে চাই

বিশেষ প্রতিনিধি / ১১৭৮
প্রকাশের সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২

এক সময়ের এলাকার জনপ্রিয় ফুটবল খেলোয়ার শাহীনুর রহমান বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত। সে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামের বাবর আলী মোল্যার ছেলে।

সরজমিনে গিয়ে জানা যায়, রোগটি তার মস্তিকে ছড়িয়ে পড়ছে। দ্রæত অপারেশন করাতে হবে, নইলে পরিবারকে যে কোনো করুণ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে। গত কয়েক মাস আগে তার ব্রেন টিউমার ধরা পড়ে। যেটুকু সম্পদ ছিলো সেটুকু বিক্রয় করে সে কোলকাতা নিউরো সায়েন্স হাসপাতালে ব্রেন টিউমার অপারেশন করে, কিন্তু তাতেও কোন কিছু হয়নি। বর্তমানে বাংলাদেশ নিউরো সায়েন্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার পুনরায় টিউমার ধরা পড়ার কথা জানান এবং দ্রæত অপারেশন করার কথা বলেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতায় সংসারে জেঁকে বসেছে অভাব। কোথায় পাবেন টাকা? কীভাবে করবেন চিকিৎসা- এমন চিন্তায় পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া। বিছানায় শুয়ে যন্ত্রনায় কাতরাচ্ছেন কর্মক্ষম এই যুবক। পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের সহযোগিতায় চলছে অসহায় এই পরিবারটি। দ্রæত অপারেশন করাতে হবে। এর জন্য প্রয়োজন প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার মতো। পাশাপাশি সংসারে জেঁকে বসেছে অভাব। অপারেশনের টাকা কোথাও থেকে জোগাড় করতে পারছেন না। টাকার অভাবে মৃত্যুর প্রহর গুনছেন শাহীনুর রহমান। স্ত্রী-সন্তান ও তার মুখ থেকে হারিয়ে গেছে হাসি!

স্ত্রী-সন্তান এবং ব্রেন ষ্টোক রোগে সজ্জিত পিতাকে নিয়ে অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছে। তবে সমাজে বিত্তশালী মানুষ আছেন, যারা সহযোগিতা করলে অসহায় এই পরিবারটিতে হাসি ফিরতে পারে। শাহীনুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে- ০১৭১০৩৫০৫৭৩(বিকাশ)।


এই শ্রেণীর আরো সংবাদ