HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:০০ অপরাহ্ন

ব্রহ্মরাজপুরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধীসহ আহত ৩

নিজস্ব প্রতিনিধি / ৩১৮
প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ব্রহ্মরাজপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধীসহ তিনজন আহত হয়েছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জায়গা জমি নিয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ওমরাপাড়া গ্রামের মৃত সাত্তারের স্ত্রী নুরজাহান গংয়ের সাথে বিরোধ চলে আসছিল বড় খামার এলাকার মৃত আকছেদ আলীর পুত্র মুরশিদ আলী গংয়ের। এর জের ধরে গত ১৬ আগস্ট ২১ তারিখ সকালে পাটকেলঘাটার তৈলকুপি এলাকার মৃত. তালেব সরদারের পুত্র কাদের, কাদেরের স্ত্রী নুর নাহার, ধুলিহরের উমরাপাড়া গ্রামের মৃত. সাত্তার ঢালীর স্ত্রী নুর জাহান, পুত্র সাদেকসহ ৪/৫ ব্যক্তি লোহার রড ও লাঠি সোটা নিয়ে মুরশিদ আলীর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এর প্রতিবাদ করায় মুরশিদ আলী বেধড়ক মারপিট করতে থাকে। তাদের হাত থেকে মুরশিদ আলীকে উদ্ধার করতে এগিয়ে আসলে তার স্ত্রী জেলেখা খাতুন ও প্রতিবন্ধী পুত্র মাসুদ রানা এবং বৃদ্ধা মাতাকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তাদেরকেও অকথ্য ভাষায় গালি গালাজসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে চলে যায় হামলাকারীরা।স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিকার চেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুরশিদ আলী।


এই শ্রেণীর আরো সংবাদ