মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন

বেনাপোল বন্দরকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ-বোমা বিস্ফোরণ

টিটু মিলন, বেনাপোল / ৩১৫
প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। 
সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টার সময়  হঠাৎ করেই মেয়র গ্রুপের লোকজন এসে বোমাবাজি শুরু করেছেন  তারপরেই রাস্তা-স্কুল-কলেজ সব বন্ধ হয়ে যায় বর্তমানে বেনাপোল ব্যবসায়ীরা  আতঙ্কের মধ্যে আছেন দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে।  
নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, এখন পর্যন্ত ৭০টির মতো বোমা বিস্ফোরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করছে পুলিশ। 
ঘটনার পর বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামাও এক্সপোর্ট ইমপোর্ট অফিস-আদালত   স্কুল কলেজের ছাত্রদের রাস্তা বন্ধ রয়েছে বলে জানান তিনি।


এই শ্রেণীর আরো সংবাদ