টিটু মিলন, বেনাপোলঃ প্রবীণ রাজনীতিবিদ বেনাপোল ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,০৪ নং বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান,সাবেক বার বার নির্বাচিত ইউ পি সদস্য,আব্দুল মতিন টেনা আর নেই।শুক্রবার রাত সাড়ে নয়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সাথে সমবেদনায় ব্যথিত হয়ে সমবেদনা জানিয়েছেন বেনাপোল পৌর ছাত্রলীগের সদস্যরা মরহুমের রুহের মাগফেরাত কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।
বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা জনাব আব্দুল মতিন টেনা’র মৃত্যুতে যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম লিটন তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রাজনৈতিতে ছিলেন। আব্দুল মতিন টেনা রাজনৈতিকভাবে আমাদের অনুসরণীয় এক ব্যক্তিত্ব। তার এই চলে যাওয়া আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শনিবার সকালে বেনাপোল বল ফিল্ড প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়