জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে শিশু ও তার মাকে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত শিশু শুভজিৎ (৮) ও তার মা উষারাণী দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৮ ফেব্রæয়ারি) বিকাল ৫ টার দিকে ইউনিয়নের মহেশ্বরকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মহেশ্বরকাটি গ্রামের মৃত গণেশ দাসের পুত্র বৃন্দা দাসের শিশু পুত্র শুভজিৎ বিকালে জনৈক প্রতাপ ঢালীর বাড়ির পাশে খেলছিল। সেখানে মৃত গনেশ মন্ডলের পুত্র সুশান্তের স্যালো মেশিন চলছিল। কে বা কারা মেশিনের প্লাস্টিকের পাইপ সামান্য ছিদ্র করে দেয়। বিবাদী সেখানে গিয়ে শুভজিৎকে বলে তুই পাইপ ছিদ্র করেছিস কেন? জিজ্ঞেস করে শিশুকে গলা ধরে রাস্তায় আছড়ে আঘাত করলে গুরতর আহত হয়। জানতে পেরে শিশুর মা সেখানে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম ও কাপড় চোপড় ছিড়ে বেআবরু করে শ্লীলতাহানি ঘটায়। এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে জীবন নাশের হুমকী দিয়ে চলে যায়। আহত মা-পুত্রকে গুরুতর আহত অবস্থায় আশাশুনি হাসপাতালে ভর্তি ও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।