জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নওয়াপাড়া গ্রামের মৃত বিনয় সানার পুত্র গোবিন্দ সানা ৩টি গরু লালন পালন করছেন। সোমবার রাতে গরু গোয়ালে উঠিয়ে মশার আক্রমন রোধে কয়েল জ্বালিয়ে রাখেন। রাতের কোন এক সময় কয়েলের আগুন থেকে গোয়ালে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। রাত্র ৩ টার দিকে আগুন শিখা বেরিয়ে এলে পাশের লোকজন দেখতে পায়। দ্রæত স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গোয়ালের চাল ও মশারির নেটের অংশ বিশেষ পুড়ে যায়। জ্বলন্ত নেট একটি গরুর উপর পড়লে সামান্য অগ্নিদগ্ধ হয়।