HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন

বিশ্ব শিশু অধিকার সপ্তাহে সেবা প্রদানকারীদের সাথে ডায়লগ সেশন

জি.এম আবুল হোসাইন / ২০৫
প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স  এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ ডিজিটাল কর্ণারে ০৫ অক্টোবর ২০২১ তারিখে সকাল ১০ টায় শিশু এবং সেবা প্রদানকারীদের সাথে ডায়ালগ অনুষ্ঠিত হয়। 
উক্ত ডায়লগে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার ফতেমা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা অফিসার  সেখ শহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসের পক্ষে একাডেমিক সুপারভাইজার এবং সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়ন পৌরসভা থেকে শিশু অংশগ্রহণ করে। 
শিশুরা সাতক্ষীরাসহ বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন বিশেষ করে সাতক্ষীরা সদর উপজেলার পক্ষ থেকে শিশুদের জন্য আগামীর করণীয় সম্পর্কে আলোচনা হয়। ঝরে পড়া শিক্ষার্থীদেরকে স্কুলে ফিরে আনা, বাল্যবিবাহ ঝুঁকিতে থাকা শিশুদেরকে সহযোগিতা করা, স্কুল পর্যায়ে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা মনিটরিং করা এবং নিশ্চিত করা, যেসকল শিশুরা শিশুশ্রম এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে তাদের শিশুশ্রম থেকে মুক্ত করে শিক্ষা জীবনের সাথে সম্পৃক্ত করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকরণ সরবরাহ করা, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন নম্বর টি সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচিত ঘটানো, শিশুদেরকে মাদক এবং পাচারের কবল থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, জলবায়ু পরিবর্তনে শিশুদের ওপর প্রভাব থেকে মুক্ত রাখতে কার্যকরী ভূমিকা গ্রহণ করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে একটি করে বৃক্ষরোপণ করা এবং সেটি পরিচর্যা করতে উদ্বুদ্ধ করা, স্কুল গুলোতে স্বাস্থ্যসম্মতভাবে করোনা প্রতিরোধে উদ্দ্যোগ গ্রহণ করা, বিদ্যালয়গুলোতে শারীরিক এবং মানসিক নির্যাতন বন্দে কার্যকরী ভূমিকা নেয়া, উপজেলা পরিষদ এবং সকল ইউনিয়ন থেকে শিশুদের উন্নয়নে আরো নতুন নতুন কার্যক্রম হাতে নিয়ে শিশুদের অংশগ্রহণে বাস্তবায়ন করা। 
সভায় প্রধান অতিথি মহোদয় সকল শিশুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং শিশুদের দেয়া এবং দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই কর্মসূচির শিশুদের মাধ্যমে দেয়া প্রস্তাব যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।


এই শ্রেণীর আরো সংবাদ