মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গা বাজারের মেইন রাস্তা সংস্কারের উদ্বোধন করলেন চেয়ারম্যান হাবিল

রাজু রায়হান, কলারোয়া / ৩৬৮
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের প্রাণ কেন্দ্র হল বালিয়াডাঙ্গা বাজার। আর এই বালিয়াডাঙ্গা বাজারের দীর্ঘদিন ধরে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। একটু বৃষ্টি হলেয় এই মেইন রাস্তা দিয়ে চলাচল করতে জনগণ হিমসিম খাসচ্ছি। জনসাধাণের কথা চিন্তা করে বৃহস্পতিবার (১৪জুলাই) সকাল ৯ টার সময় নিজ উদ্যোগে মেইন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল। উদ্বোধন শেষে বাজারের ক্রেতা-বিক্রতা ও পথচারীদের মাঝে মাক্স বিতাণ করেন।


এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার শাহিনুর রহমান,দফাদার ইসাক,সীমান্ত রিপোর্টাস ক্লাবের সভাপতি মেহেদী নেওজ, তাহের হোসেন,আলমগীর হোসেন, আরসাদ হোসেন সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।


চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বলেন,কেঁড়াগাছী ইউনিয়নের প্রাণ কেন্দ্র হল বালিয়াডাঙ্গা বাজার।এই বাজারের মেইন রাস্তা নষ্ট হয়ে যাওয়ার ফলে দীর্ঘদিন ধরে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হলেয় বাজারের দোকানদার,ক্রেতা-বিক্রতাসহ পথ চালীতরা প্রতিনিয়ত ভুগানতি তে পরছিল তাই জনসাধারণে কথা চিন্তা করে নিজ উদ্যোগে আজ মেইন রাস্তা সংস্কারের কাজ শুরু করলাম।


এই শ্রেণীর আরো সংবাদ