HEADLINE
সাতক্ষীরা সীমান্তে অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক ঝাউডাঙ্গা হাইস্কুল জামে মসজিদের ওযুখানা নির্মাণ কাজ উদ্বোধন শ্যামনগরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু কাশ্মিরি ও থাইআপেল কুল চাষে সফল সাতক্ষীরার মিলন ঝাউডাঙ্গা সড়কে বাস উল্টে ১০জন আহত ঝাউডাঙ্গায় জমকালো আয়োজনে শুরু হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা কালিগঞ্জে শীতার্ত মানুষের পাশে ”বিন্দু” মাদ্রাসা শিক্ষক শামসুজ্জামানের বিরুদ্ধে ফের ছাত্র বলাৎকারের অভিযোগ স্বামী বিবেকানন্দ দর্শন আমাদের মুক্তির পথ : সাতক্ষীরায় ১৬০তম জন্মবার্ষিকী উৎসবে আলোচকরা আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকা ও ৩৪ ভরি স্বর্ণালঙ্কার লুট 
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:১১ অপরাহ্ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ এর প্রথম সেমিফাইনাল

নিজস্ব প্রতিনিধি / ২১৬
প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় ভালুকা চাঁদপুর সবুজ সংঘ টাইব্রেকারে ১(৫)-১(৪) গোলে গণমুখী সংঘ কে পরাজিত করে।

এই খেলায় গণমুখী সংঘের শামীম জার্সি নম্বর ১৫ প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন ১০ মিনিট পর ভালুকা চাঁদপুর সবুজ সংঘের সুমন জার্সি নম্বর ৯ গোল করে দলকে সমতায় আনেন। প্রথমার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে সহজ সহজ সুযোগ পেলে ও গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয় আর্ধে উভয় দলই যথেষ্ট সুযোগ তৈরি করে ও গোল করতে ব্যর্থ হয়েছে। পরে টাইব্রেকারে উভয় দলই ৮ টি করে সুট আউট করার সুযোগ পেলে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ ৫টি এবং গণমুখী সংঘ ৪ টি গোল করতে সক্ষম হয় উক্ত খেলায় ভালুকা চাঁদপুর সবুজ সংঘ ৫-৪ গোলে জয়লাভ করেছে। আজকের এই খেলাটি উপভোগ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, মাহমুদ হাসান মুক্তি,ইমাদুল হক খান, শেখ মাসুদ আলী, আতিকুর রহমান ছট্টু,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, আব্দুল কাশেম বাবর আলী, হারুন খান, আব্দুল গাফফার, আসাদুর রহমান, ফারুক হোসেন স্বপন, আব্দুস সামাদ, ওয়াসিউদ্দীন খান পিপুল, খন্দকার আরিফ হাসান প্রিন্স,সহ গ্যালারীতে অগনিত দর্শক এর উপস্থিতি লক্ষ্য করা যায়।

আগামী ২৬ তারিখ ২য় সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলায় টাউন স্পোর্টিং ক্লাব বনাম লাবসা পল্লী মঙ্গল সমিতির মধ্যকার খেলাটি উপভোগ করার জন্য সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে অগ্রিম আমন্ত্রন জানানো হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ