সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করলেন সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির

জি এম মুজিবুর রহমান, আশাশুনি / ৫৮০
প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

৩৩৩ নম্বরে মোবাইল করে সাহায্যের আবেদনকারীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক। সোমবার (২৩ আগষ্ট) বিকালে আশাশুনি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কোভিড’১৯ সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের মানুষের মাঝে শুধুমাত্র ‘৩৩৩’ ফোন নাম্বারে অনুরোধকারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর “খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ৫০ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্যের মধ্যে ছিল, ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ লিঃ তেল, ১ কেজি পেয়াজ, আধা কেজি রসুন, ২টি সাবান ও ডালচিনি-লবঙ্গ। যার আনুমানিক মূল্য ১২৫০ টাকা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলাতানা, পিআইও সোহাগ খান প্রমুখ উপস্থিত ছিলেন।


এই শ্রেণীর আরো সংবাদ