শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ৭২নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডলের বিরুদ্ধে ২০১৯-২০ও ২১ অর্থ বছরের সরকারি ভাবে স্কুলের কাজের জন্য বরাদ্দ কৃত দুই লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। স্কুল ক্যাচেমেন্ট এলাকার সাহেবখালী গ্রামের বাবলু মোড়লের পুত্র মোঃ মাহফিজুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার, খুলনা বিভাগীয় শিক্ষা অফিসার, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার বরাবর ০১/০৬/২০২২ তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায় যে, ৭২ নং পূর্ব কৈখালী প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার কাম স্কুল যাহা দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ওই ঝুঁকিপূর্ণ স্কুল কাম সাইক্লোন শেল্টার পূর্ণ সংস্কার করার জন্য স্লীপের টাকা, স্কুল রুটিন মেইনটেন্ট, ক্ষুদ্র মেরামত, সরকারি ভাবে জাতীয় দিবস পালন, স্কুলের গাছ বিক্রয়, স্কুলের জমির হারির টাকা সহ নানাবিধ খাতে দুই লক্ষ টাকা প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডল নিকট রক্ষিত থাকে। সরকারি টাকা কোনো প্রকার কাজ না করিয়া নানা বিধ অজুহাতে উক্ত টাকা আত্মসাৎ করে চলছে। যাহাতে বর্তমান ম্যানেজিং কমিটি অশুভশক্তির ভয় ও প্রধান শিক্ষকের চাপে মুখ খুলতে নারাজ সহকারী শিক্ষকরা। প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডলের স্কুলে নানাবিধ দুর্নীতি ঢেকার জন্য ম্যানেজিং কমিটি দৌড়ঝাঁপে ব্যস্ত হয়ে পড়েছে।
প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডলের নিকট সরাসরি দেখা করে জানতে চাইলে তিনি বলেন, হিসাব-নিকাশ ম্যানেজিং কমিটি জানে সরকারি কর্মকর্তারা অবগত আছে। আপনারা যাহা তথ্য পেয়েছেন সঠিক নয়।
পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়ার কাছে জানতে চাইলে বলেন আমি এখনো অভিযোগ পাইনি সরাসরি আমার অফিসে এসে আমার কাছে অভিযোগ দিতে বলেন।
এলাকাবাসী বিষয়টি তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।