HEADLINE
সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ অপরাহ্ন

পারুলিয়ায় সরকারি খালে পাটা বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

দেবহাটা প্রতিনিধি / ৪৩৭
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

দেবহাটার পারুলিয়া ইউনিয়নের নাজিরের ঘের এলাকায় সরকারি খালে অবৈধভাবে পাটা বসিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শরিফুল ইসলাম মাঝ পারুলিয়া গাজীপাড়ার আফছার আলী গাজীর ছেলে। এঘটনায় ওই খালটির আশপাশের ভুক্তভোগী ঘের মালিকদের পক্ষ থেকে বৃহষ্পতিবার সকালে নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


ভুক্তভোগী ঘের মালিকেরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে পারুলিয়া ইউনিয়নের নাজিরের ঘের এলাকার বিলে মৎস্য ঘের করে আসছি। আমাদের ঘেরের পাশদিয়ে একটি সরকারী খাল প্রবাহমান রয়েছে। খালটি থেকে আমরা প্রতিনিয়ত আমাদের ঘেরে পানি ওঠানামা করি। কয়েকদিন আগে অতিবৃষ্টির কারনে আমাদের মৎস্য ঘেরগুলো ডুবে যায় এবং আমাদের ঘেরের বেশিরভাগ মাছ ওই খালটিতে চলে যায়। আমাদের ঘেরের পাশ দিয়ে প্রবহমান খালের অপর পাশে পারুলিয়া গাজীপাড়া এলাকার শরিফুল ইসলাম নামের এক ব্যাক্তির মৎস্য ঘের রয়েছে। নামে ঘের মালিক হলেও উক্ত শরিফুল ইসলাম চোর প্রকৃতির বলে আমরা সকল ঘের মালিক জানি। বিভিন্ন সময়ে আমাদের অনুপস্থিতিতে আশপাশের ঘের থেকে মাছ চুরি করার অভিযোগও রয়েছে শরিফুলের বিরুদ্ধে। সম্প্রতি সে আমাদের বিনা অনুমতিতে আমাদের ঘেরের ভেড়ীর গাঁ ঘেষে খালের একপাশ থেকে অপর পাশ পর্যন্ত অবৈধভাবে পাটা বসিয়ে পানি প্রবাহে বিঘœ সৃষ্টি করছে। এব্যাপারে আমরা ঘের মালিকেরা বাঁধা দিতে গেলে উক্ত শরিফুল ইসলাম আমাদের সাথে অসদাচারণ এবং অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করছেন। এঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং খালটি থেকে অবৈধ পাটা অপসারনে পদক্ষেপ গ্রহনের জন্য ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


এই শ্রেণীর আরো সংবাদ