HEADLINE
বৈকারীতে ১’শ পিস ইয়াবাসহ চোরাকারবারি গ্রেপ্তার রাত পোঁহালেই দেবহাটা প্রেসক্লাবের নির্বাচন সাতক্ষীরায় ছাত্রলীগ নেতাকে অস্ত্রকান্ডে ফাঁসিয়ে ভারতে পালালেন মূলহোতা নির্বাচন নিয়ে ভাবার কিছু নেই, আমরা গণতান্ত্রিক দল : সাতক্ষীরায় আ.ক.ম মোজাম্মেল হক কুলিয়ায় পানিতে ভাসছে কাফনের কাপড় পরিহিত লাশ সাতক্ষীরায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা: তদন্ত পিবিআইতে সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২৫ ইভটিজিং প্রতিরোধে আমাদের করণীয় কলারোয়ায় খাদ্যে বিষক্রিয়ায় মাদ্রাসার ১৬ শিক্ষার্থী অসুস্থ্য, হাসপাতালে ভর্তি
শনিবার, ০১ অক্টোবর ২০২২, ০১:৩৮ অপরাহ্ন

পানি সরাও মানুষ বাঁচাও এর দাবিতে কেশবপুরে মানববন্ধন

উৎপল দে, কেশবপুর / ২৪৩
প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

যশোরের কেশবপুর ২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির আয়োজনে পানি সরাও মানুষ বাঁচাও এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার বাগডাঙ্গা গ্রাম সংলগ্ন বিলে পানি সরানোর দাবিতে মানববন্ধন শনিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতৃবৃন্দরা ২৭ বিলের হাঁটু পানিতে নেমে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কেশবপুর ২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির আহŸায়ক বাবুর আলী গোলদারের সভাপতিত্বে মানববন্ধব চলাকালীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক সমাজের আহŸবায়ক এডভোকেট আবুবকর ছিদ্দিক। কমিটির বক্তব্য রাখেন যুগ্ম আহŸায়ক সনজিৎ বিশ্বাস, ইউপি সদস্য বৈদ্যনাথ সরকার ও খলিলুর রহমান, সদস্য মাসুদা বেগম বিউটি, আব্দুল গফফার, শাহরিয়ার বাবর বাঁধন প্রমূখ। বক্তরা বলেন হরি ও শ্রী নদীর অববাহিকায় অবস্থিত ২৭ বিল। একে পূর্ব ও পশ্চিম বিলখুকশিয়া বলা হয়। এ বিলের ক্যাসমেন্ট এলাকায় প্রায় ১৬ হাজার হেক্টর ও জমির পরিমান ৮ হাজার হেক্টর। ৮০ দশক ধরে এ এলাকা জলাবদ্ধতা। গত বছর এ বিলে ফসল হয়নি। এ বছর বোরো মৌসুমে ফসল না হওয়ার সম্ভাবনা বেশি। কেশবপুরের মাদারডাঙ্গা , মনোহরনগর, বাগডাঙ্গা গ্রামের প্রায় ৭শত পরিবার পানিবন্দী । তাই অতি দ্রæত পানি সরানোর দাবি জানান। কেশবপুর ২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির আহŸায়ক বাবুর আলী গোলদার বলেন ২৭ বিলের চারপাশে ৬টি ইউনিয়নের ৬৮টি গ্রাম রয়েছে। জলবদ্ধতা সমাধানে ১৩ দফা দাবী জানিয়েছি।


এই শ্রেণীর আরো সংবাদ