HEADLINE
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হাম’লায় কিশোরের মৃ’ত্যু লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:৩০ অপরাহ্ন

পাইকগাছা আইনজীবী স‌মি‌তির বা‌র্ষিক নির্বাচ‌নে সভাপ‌তি পদে ৩ অন‌্যান‌্য পদে ১৭ জন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি / ৩৫০
প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

খুলনা পাইকগাছায় আগামী ২৮ ন‌ভেম্বর অনু‌ষ্ঠিতব‌্য   আইনজী‌বী স‌মি‌তির বা‌র্ষিক নির্বাচ‌নে সভাপ‌তি প‌দে ৩ জন এবং বাকি ৯টি প‌দে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বীতা কর‌ছেন।  সভাপ‌তি প‌দে এ‌্যাডঃ অ‌জিত কুমার মন্ডল, এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডল, এ্যাডঃ এফ এম এআব্দুর রাজ্জাক প্রতিদ্ব‌ন্দিতা কর‌ছেন। সহ সভাপ‌তি প‌দে এ‌্যাডঃ প্রশান্ত কুমার ঘোষ, এম এম ইদ্রিসুর রহমান , জি এম আমজাদ হো‌সেন ও জি এম আক্কাছ আলী। সাধারন সম্পাদক প‌দে এ‌্যাডঃ অনা‌দি কৃষ্ণ মন্ডল ও এস এম মু‌জিবর রহমান। যুগ্ম সম্পাদক প‌দে এ‌্যাডঃ মোঃ আব্দুল ম‌জিদ গাজী ও মোঃ সাইদুর রহমান মিঠু। ক্রীড়া ও সমাজ কল‌্যান সম্পাদক প‌দে এ‌্যাডঃ মোঃ আব্দুল মা‌লেক ও বিজয় কৃষ্ণ মন্ডল। সা‌হিত‌্য ও সংস্কৃ‌তিক সম্পাদক প‌দে এ‌্যাডঃ মো বেলাল উদ্দীন ও সরদার সু‌বেহ সা‌দিক। সদস‌্য প‌দে এ‌্যডঃ সমীর কুমার বিশ্বাস, সুকুমার চন্দ্র দেবনাথ, মোঃ ন‌জির আহ‌ম্মেদ, রেহানা পারভীন ও একরামুল হক বিশ্বাস। লাই‌ব্রেরী সম্পাদক প‌দে এ‌্যাডঃ মোঃ মোহতা‌ছিম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দীতায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন ব‌লে  প্রধান নির্বাচন ক‌মিশনার এ‌্যাডঃ শ‌ফিকুল ইসলাম জানিয়েছেন। ‌তি‌নি আরো জানান, ২৮ ন‌ভেম্বর  নির্বাচ‌নে ৬৮ জন ভোট‌ার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌বেন এবং  স‌মি‌তির কার্য‌্যাল‌য়ে   সকাল ১০ টা হ‌তে বেলা ২ টা পর্যন্ত বির‌তিহীন ভা‌বে ভোট‌াররা  তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌বেন।


এই শ্রেণীর আরো সংবাদ