খুলনার পাইকগাছায় এইচ বিবি হেরিং বন্ড ১টি ডবল ইটের রাস্তার টেন্ডারের জন্য ১০২ টি জমাকৃত সিডিউলের ভাগ্য লটারীতে দাকোপের টুইন ব্রাদাস কনস্ট্রাশন ১ম হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের উপস্থিতিতে এ লটারী সম্পন্ন হয়। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পিআইও মোঃ ইমরুল কায়েস, সহকারী প্রকৌশলী সাইফুর রহমান সহ গণমাধ্যম কর্মী ও ঠিকাদাররা। উল্লেখ্য চলতি অর্থবছরে চাঁদখালীর কাটাখালী বাজারের পিচের রাস্তার মাথা হতে পুরাতন আবাসন প্রকল্প অভিমুখি দেড় কিলোমিটার ডবল ইটের রাস্তা নির্মানের জন্য ৮৪ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ হয়।ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় এটি বাস্তবয়ন করবেন।