পাইকগাছায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় জাতীয় ও সমবায় পতাকার উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি সুচনা করা হয়।উপজেলা মিলনায়তনে সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, রাড়ুলী সেন্টল কোয়াপারেটিভ ব্যাংকের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক মুস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি এফ, এম এ রাজ্জাক। পঞ্চান্ন সানার পরিচালনায় বক্তব্য রাখেন, সোলআনা সমবায় সমিতির সভাপতি মোস্তফা জামান আলমগীর রুলু, নতুন বাজার সমবায় সমিতির সভাপতি আশোক কুমার ঘোষ, ভোল্টন রায়, দ্রিজেন চন্দ্র মন্ডল, মোস্থফা কামাল মিলন, মোঃ শুকুরুজ্জামান, রেজাউল ইসলাম, অধিবাস সানা, বিদ্যুৎ কুমার বিশ্বাস, এম মোসলেম উদ্দীন, চিত্তরজ্ঞন রায়, বিজন কুমার মন্ডল প্রমুখ।