পুলিশ জনতা,জনতাই পুলিশ, এবং মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে শার্শার নাভারণে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের হক কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ, এ.এস.এম. আসাদউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু, জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন, উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আমিনুর রহমান সহ বিট পুলিশিং এর বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে তার নিজের মোবাইল নাম্বার উন্মোচন করে দিয়ে বলেন হাইওয়ে পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ যানাতে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নাভারণের বিভিন্ন মহাসড়কে মাদক-চোরাচালান, সড়ক দুর্ঘটনা, ডাকাতি, ছিনতাই রোধসহ শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।