উড়ি বাবা ! বিশের বছর শেষের আগে বলিউডের অন্দর থেকে বেরিয়ে এল মস্ত বড় কাঁপানো খবর ৷ তাও আবার, হালফিলের ‘আমাকে দেখো’ বলিউডের ট্রেন্ড থেকে সরে থাকা নায়ক অক্ষয় কুমারের ঘর থেকেই এল খবর ৷ যা শুনে একেবারে তাক লেগে গিয়েছে বলিউডের অন্যান্য সেলিব্রিটিদের ৷ এমনকী, তাক লেগেছে অক্ষয়ের অনুরাগীদেরও !
তা কী সেই খবর?
বলিউড হাঙ্গামায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এক লাফে নিজের পারিশ্রমিকটা অনেকটাই বাড়িয়ে ফেললেন অক্ষয় ! জানা গিয়েছে, এখন থেকে তিনি নাকি ছবি সই করলেই তাঁকে পারিশ্রমিক হিসেবে দিতে হবে ১৩৫ কোটি টাকা !