বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন

দেশমাতৃ ফাউন্ডেশনের উদ্যোগে কলারোয়ায় ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রেস বিজ্ঞপ্তি / ৬০
প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

এক ঝাঁক উদীয়মান তরুণদের নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশমাতৃ ফাউন্ডেশন। কলারোয়া তে সর্ব প্রথম কোনো সামাজিক সংগঠন হিসেবে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় দেশমাতৃ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ আবির আহম্মেদ এর নেতৃত্বে কলারোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতা তৈরী করা হয়। এসময় দেশমাতৃ ফাউন্ডেশনের সদস্যরা সাবলীলভাবে ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনতামূলক কথা বলার পর সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দেশমাতৃ ফাউন্ডেশনের সভাপতি শেখ আবির আহম্মেদ, সংগঠনের সাধারণ সম্পাদক শাওন শ্রাবণ্য, সহ-সাধারণ সম্পাদক তন্ময় সরকার, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক আসলাম হুসাইন, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল সুমন্ত, কার্যনির্বাহী সদস্য বেনজীর আহমেদ প্রান্ত প্রমুখ। তাদের এই সচেতনতামূলক কার্যক্রমে কলারোয়ার সর্ব-শ্রেণীর মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।


এই শ্রেণীর আরো সংবাদ