HEADLINE
সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন

দীর্ঘ তিন মাস পর কাল থেকে সুন্দরবনের পাস পারমিট পাচ্ছে জেলেরা

আব্দুল কাদের, শ্যামনগর / ৫৭৯
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

সাতহ্মীরার শ্যামনগর উপজেলার অধিকাংশ ইউনিয়ন  উপকূলীয় এলাকা এই এলাকায় অধিকাংশ মানুষ  সুন্দরবনের উপর নির্ভরশীল তারা পাস পারমিট খোলার কথা শুনে হাসি খুশির মাধ্যমে নৌকা সংস্কারের কাজে ব্যস্ত সময় পার করছেন।  মুন্সিগঞ্জ মরাগাং টেংরাখালি কালিঞ্চী কৈখালী  ঘুরে জেলে বাওয়ালীদের  কাছে জানা যায়,  তিন মাস পাস পারমিট বন্ধ থাকায় তাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পাস পারমিট দেবে এই আনন্দে জেলেরা মাতোহারা হয়ে বনবিভাগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সবাই নৌকা সংস্কারের কাজে লেগে যান  তারা আরোও বলেন আমরা বুড়িগোয়ালিনী কদমতলা কৈখালী স্টেশন থেকে ১ তারিখে  বৈধভাবে পাস পারমিট নিয়ে জঙ্গলে প্রবেশ করে  মাছ কাঁকড়া আহরণ করব আমরা উপকূলীয় মানুষ  জঙ্গল ছাড়া আমাদের আর কোন আয়ের এর উৎস নেই এইজন্য সুন্দরবনের পাস পারমিট বন্ধ হলে আমাদের জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়, এমনটাই মন্তব্য করেন অসহায় জেলে বাওয়ালীরা।


এই শ্রেণীর আরো সংবাদ