সাতক্ষীরা জেলার তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের ইংরেজি প্রভাষক মোঃ হাফিজুর রহমান হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডস্থ নিজস্ব বাসভবনে শনিবার(২১ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, গত সাতদিন পূর্বে মোটর সাইকেল যোগে তিনি খুলনাতে যাওয়ার পথিমধ্যে মির্জাপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে বাড়ীতে চিকিৎসাধিন ছিলেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে মোঃ ফারাহ নাফিস সৈকত ও একমাত্র স্ত্রী নাসিমা খাতুন কে রেখে যান। স্ত্রী নাসিমা খাতুন পাটকেলঘাটার কাশীয়াডাঙ্গা সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।