HEADLINE
আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ন

তালার ধানদিয়া মাদ্রাসা পরিদর্শনে সহকারী সচিব শাহাজান সিরাজ

হাবিবুল্লাহ বাহার / ৪৩৭
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

তালার  ধানদিয়া কাটাখালী  মাদ্রাসার নবনির্মিত ভবন পরিদর্শন করেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সহঃ সচিব)সহকারি  প্রকল্প পরিচালক মোঃ শাহাজান সিরাজ।

শুক্রবার(১৪ অক্টোবর)  সকাল ১০ টায়  ধানদিয়া কাটাখালী আদর্শে  দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হয়ে, নব নির্মিত ভবন পরিদর্শন করেন  সহকারি  প্রকল্প পরিচালক মোঃ শাহাজান সিরাজ। তিনি পরিদর্শন শেষে বলেন, এ  ভবনের কাজ গুলো ঠিকাদারি প্রতিষ্ঠান মোটামুটি ভালো করেছেন। আংশিক ত্রুটি থাকলেও দ্রুত সমাধানের প্রত্যাশা করেন তিনি। এছাড়াও তিনি বলেন, ভবনটির প্রতি প্রতিষ্ঠান কতৃপক্ষের যত্নশীল হতে হবে এবং যাদের প্রচেষ্টায় ভবনটি তৈরী হয়েছে তাদের সহ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময়  উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা প্রকৌশলী, জাহিদ হাসান, উপ-সহকারি প্রকৌশলী আতিক হাসান, উক্ত মাদ্রাসার সুপার, মোঃ মোসলেম আলী, সহ সুপার, আজিজুর রহমান, সহকারি শিক্ষক- মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক হাবিবুল্লাহ বাহার  , মাসুম বিল্লাল, বিল্লাল হোসেন, এ কে এস মজনুর রহমান, শিক্ষিকা নিছিমা খাতুন, আবু মুছা প্রমুখ।


এই শ্রেণীর আরো সংবাদ