HEADLINE
দরগাহপুরে বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদের ইন্তেকাল কোরবানি ঈদে মসজিদ কমিটির গোশত বন্টনে দেবহাটার ৩৪ পরিবার বঞ্চিত! কলারোয়ায় প্রকাশ্যেই চলছে জমজমাট জুয়ার আসর : পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা প্রবাসীদের সুযোগ বাড়ান : মোমিন মেহেদী বুধহাটায় অসহায় ও রোগ যন্ত্রণায় কাঁতর রহমানকে সহায়তা প্রদান আশাশুনিতে চুরি যাওয়া মূর্তি উদ্ধারে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হবে: এএসপি জামিল আহমেদ সাতক্ষীরায় জমি দখলে ব্যর্থ হয়ে পিতা-পুত্রকে পিটিয়ে জখম মুখোশ পরিবর্তন করে মুখের আদলে সমাজ চাই কলারোয়ায় আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ কামার বায়সায় গাছের সাথে এ কেমন শত্রুতা!
মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ০৮:১৬ পূর্বাহ্ন

ডেলটা ধরনের বিরুদ্ধে ‘দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয়’ জনসনের টিকা

হেলথ ডেস্ক / ১০
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

বিশ্বজুড়ে করোনার ডেলটা ধরনটি ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এক ডোজের কোভিড–১৯ টিকা করোনার ডেলটা ধরনসহ অন্যান্য ধরনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে শক্তিশালী সুরক্ষা দিতে সক্ষম।

জনসন অ্যান্ড জনসন বলেছে, এই টিকা ডেলটা ধরনের বিরুদ্ধে আট মাসের বেশি সময় সুরক্ষা দেয়। এ ছাড়া তাদের টিকা করোনার বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর। এই টিকা নিলে রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়।

প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান মাথাই ম্যামেন বলেন, ‘আট মাসের গবেষণার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা শক্তিশালী নিস্ক্রিয়কারী (নিউট্রালাইজিং) অ্যান্টিবডি তৈরি করে, যা সহজে নষ্ট হয় না। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরো জোরদার হতে দেখা গেছে।’

জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, তাদের কোভিড-১৯ টিকাটি ভারতে উদ্ভূত ডেলটা ধরনের বিরুদ্ধে নিউট্রিলাজিং অ্যান্টিবডির কার্যক্রম আরও বাড়িয়ে দেয়। দক্ষিণ আফ্রিকায় দেখা দেওয়া করোনার বিটা ধরনের চেয়ে ডেলটা ধরনের বিরুদ্ধেই এটি বেশি কার্যকর।

জনসন অ্যান্ড জনসন তাঁদের গবেষণা নিবন্ধ পিয়ার রিভিউয়ের আগে বায়োআরএক্সআইভি ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের আরেক করোনার টিকা নির্মাতা মডার্নার পক্ষ থেকেও বলা হয়, তাদের টিকা ডেলটা ধরনের বিরুদ্ধে কার্যকর।

এরইমধ্যে বিশ্বের ৯৬টি দেশে করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ