HEADLINE
ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায় জনসচেতনতা কবিতা: শরৎ মাখা শারদীয়া কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতাকে পি’টিয়ে হ’ত্যা ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ অপরাহ্ন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আনন্দ টিভির প্রতিনিধির উপর সন্ত্রাসীদের হামলা

হাসানুর রহমান হাসান / ২৯২
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পেশাগত কাজ শেষ করে উপজেলা প্রেসক্লাবে ফেরার পথে  সন্ত্রাসীদের হামলায় হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আনন্দ টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি জাফিরুল ইসলাম আহত হয়েছেন। জাফিরুল ইসলাম পারদখলপুর (বরিশখালী) গ্রামের গোলাপ আলীর ছেলে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক পৈানে চারটার দিকে উপজেলা মোড়ের যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকরা সংক্ষুব্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার পেশাগত কাজ শেষ করে জাফিরুল ইসলাম মোটরসাইকেল যোগে উপজেলা মোড়ের দোয়েল চত্বরের পাশে যাত্রী ছাউনির সামনে পৈাছালে এসময় সাইফুজ্জামান তাজু, রুবেল, রাব্বুল, আব্বাসসহ ৫ জন সন্ত্রাসীরা লোহার রড, হাতুড়ি ও দেশিয় অস্ত্র-  নিয়ে তার ওপর হামলা করে। এসময় হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আনন্দ টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি জাফিরুল ইসলাম সন্ত্রাসীদের হামলায় মারাত্বক আহত হন। এ সময় তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেন তারা। পরে তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন  সাংবাদিকরা। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, প্রেসক্লাবের গ্ররুপিং নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন। এ বিষয়ে এখনও তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক বিশ্বাস জানান, সাংবাদিক জাফিরুল ইসলাম আহতের ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আগামিকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।


এই শ্রেণীর আরো সংবাদ