HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:২২ অপরাহ্ন

ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন

মোমিনুর রহমান সবুজ / ৬৭
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

মোমিনুর রহমান সবুজ: সাতক্ষীরা সদর উপজেলাধীন বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫মে সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম শওকত হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক হাসান মাহমুদ রানা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, প্রাক্তন শিক্ষক আনিস উদ্দিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ঝাউডাঙ্গা বাজার কমিটির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জাহিদ হোসেন’সহ দলীয় নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “শেখ হাসিনার সহযোগিতায় যে সব উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের মধ্যে এ বিদ্যালয়ের আধুনিক ভবন নির্মান একটি দৃষ্টান্ত। আপনারা গভীরভাবে চিন্তা করেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা উচিত, কি উচিত না। সরকারের ধারাবাকিতা থাকলে দেশের উন্নয়ন হয়। সকলকে দেশের উন্নয়নের স্বার্থে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান।”


এই শ্রেণীর আরো সংবাদ