HEADLINE
ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায় জনসচেতনতা কবিতা: শরৎ মাখা শারদীয়া কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতাকে পি’টিয়ে হ’ত্যা ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১২ অপরাহ্ন

ঝাউডাঙ্গা কলেজের গ্রন্থাগারিক মাহাবুবর রহমানের মৃত্যুতে শোক সভা

নিজস্ব প্রতিবেদক / ৫২৬
প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজের সহকারী গ্রন্থাগারিক মাহবুবর রহমানের মৃত্যুতে স্মরণ ও শোক সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ অক্টোবর সকাল ১০ ঘটিকায় কলেজের অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাষ্টার আনিস উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা এস এম শওকত হোসেন, কলেজের অধ্যক্ষ খলিলুর রাহমান, উপাধ্যক্ষ ডঃ গোপাল চন্দ্র সরদার, কলেজের পরিচালনা কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, সহকারী অধ্যাপক জেসমিন নাহার, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক মাওলানা মতিয়ার রহমান, প্রভাষক আশরাফুজ্জামান বাবলু, প্রভাষক আনারুল ইসলাম, মাহাবুবর রাহমানের বড় ভাই আব্দুল মাজেদ। এসময় আরো উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়াও মাহাবুবুর রহমানের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২২শে সেপ্টেম্বর দিনগত রাতে কলেজের সহকারী গ্রন্থাগার মাহাবুবর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যবরণ করেন। তার অকাল মৃত্যুতে সকলেই তার আত্মার মাগফিরাত কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক হাসান মাহমুদ রানা।


এই শ্রেণীর আরো সংবাদ