আগামী ১১ই নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঝাউডাঙ্গা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ই নভেম্বর সন্ধা থেকে ইউনিয়নের হাজিপুর, আখড়াখোলা, দেবনগর, ছাতিয়ানতলা, ছয়ঘরিয়াসহ বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ৫ বছর ইউনিয়নের দায়িত্বে থাকাসহ জনগণের সুখে দুঃখে সকল সময় পাশে থেকেছি। তাছাড়া ইউনিয়নের চেয়ারম্যান থাকা কালিন এলাকার উন্নয়নে আমার যে অসমাপ্ত কাজ গুলো রয়েছে তা সম্পন্ন করার অঙ্গিকার ব্যক্ত করে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান।