সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সুপারভাইজার ও গণণাকারীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে ৫নং জোনের প্রথম ব্যাচে ঝাউডাঙ্গা কলেজে আয়োজিত প্রশিক্ষণে সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৩জন সুপারভাইজার ও ৮০জন গণণাকারী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনার বিভাগের অধীনে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সেশনের সমাপনী দিনে উপস্থিত ছিলেন, উপজেলা শুমারী সমন্বয়কারী মো. আবু তালেব । এসময় আরো উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ড. গোপাল চন্দ্র সরদার, আইটি সুপারভাইজার মো. আসাদুল ইসলাম প্রমুখ।
মাষ্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, জনশুমারি ও গৃহগণণা প্রকল্পের জোনাল অফিসার মোছা. শারমিন নাহার। উল্লেখ্য, আগামী ১৫ জুন থেকে শুরু এবং ২১ জুন ২০২২ পর্যন্ত দেশব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুরু হবে।