সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আজমল উদ্দিন পূনরায় বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১১ই নভেম্বর রাতে ঝাউডাঙ্গার নির্বাচনে রিটার্নিং অফিসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা’র মো: হাসান সাজ্জাদ’র দেওয়া তথ্য থেকে এ ফলাফল দেখা যায়। এর আগে সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজমল উদ্দিন ১০ হাজার ৬১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৪৫৯ ভোট ও আরো এক অপর স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আনারস প্রতীকের জয়দেব কুমার ঘোষ ১ হাজার ৮০৭ ভোট পেয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন মোট ৩ জন, সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইউনিয়নের ১নং ওর্য়াডে সাধারণ সদস্য (পুরুষ) ইদ্রিস আলী পুটু, ২নং ওর্য়াডে জাহিদ হোসেন, ৩নং ওর্য়াডে আলী বকস্, ৪নং ওর্য়াডে আজাদ হোসেন, ৫নং ওর্য়াডে সিদ্দিকুল ইসলাম, ৬নং ওর্য়াডে শরিফুল ইসলাম, ৭নং ওর্য়াডে বাবলু রহমান, ৮নং ওর্য়াডে রবিউল ইসলাম, ৯নং ওর্য়াডে পূনরায় মফিজুল ইসলাম জয়যুক্ত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য ১,২ ও ৩নং ওর্য়াডে তৃতীয় লিঙ্গের কুলছুম খাতুন, ৪,৫ ও ৬নং ওর্য়াডে শাহনাজ পারভীন ও ৭,৮ ও ৯ নং ওর্য়াডে সামছুর নাহার বিজয়ী হয়েছেন।