১১ই নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৩নং ওর্য়াডের হাজিপুর, হাচিমপুর ও রাজবাড়ী এলাকায় টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী বিমল চন্দ্র ঘোষ’র বিশাল মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) বিকালে ইউনিয়নের ৩নং ওর্য়াডের নির্বাচনী এলাকা ঘুরে সন্ধায় রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী বিমল চন্দ্র ঘোষের পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি লিয়াকত সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩নং ওর্য়াড আ.লীগের সভাপতি ওহিদুল ইসলাম, বিশেষ অতিথি সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি সচিব অশোক কুমার দে, জাতীয়পার্টি নেতা ইফতিয়ার রহমান, গোপাল চন্দ্র মন্ডল, আজিজুল ইসলাম আজিজ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ইউনিয়নের ৩নং ওর্য়াডের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পূনরায় বিমল মেম্বারকে জয়যুক্ত করার বিকল্প নেই। আশা করছি ১১ নভেম্বর টিউবওয়েল মার্কায় ভোট দেওয়ার মধ্যে দিয়ে বিমল মেম্বার পূনরায় বিপুল ভোটে জয়লাভ করবে।