HEADLINE
ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ মায়ের অনুপ্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাতক্ষীরার মাসুদ রানা সাতক্ষীরার ১০ লক্ষ মানুষ মাছ চাষের উপর নিরর্ভরশীল প্রধানমন্ত্রীর প্রাননাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:৪১ পূর্বাহ্ন

জয়নগরে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জয়নগর প্রতিনিধি / ৪৫০
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোর্দ্দবাঁটরা গ্রামের ৭১ এর বীর মুক্তিযোদ্ধা জাতির বীর সন্তান আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৬ নভেম্বর) আনুমানিক সকাল ৭ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তার নিজস্ব বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। 

 মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও ৪ সন্তান রেখে গেছেন।  তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সকালে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের মৃত্যুর খবর শুনে তার সহ যোদ্ধা মৃনাল কান্তি জোসেফ, আব্দুল জব্বার মোড়ল, আফসার সরদার, শাহাজান মোড়ল তাকে দেখতে তার বাড়িতে যান তার পরিবারকে সমবেদনা জানান।  বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। খোর্দ্দবাঁটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের জানাযা শেষে গার্ড অফ অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় নিজস্ব বাস ভবনে কবর দেওয়া হয়। 

মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের জানাযায় উপস্থি ছিলেন তাল কলারোয়া- ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, তারা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সেই সাথে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন জাতির বীর সন্তানেরা বাংলাদেশের গর্ব তারা একে একে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছে, এটি আসলে বাঙ্গালী জাতির জন্য বেদনার।  একটা সময় ভবিষ্যৎ প্রজন্মকে জাতির বীর সন্তানদের ছবিতে তাদের সম্মান জানাতে হবে।

আরও উপস্থিত ছিলেন কলারোয়া থানার মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৌয়েদ আলী, আবুল হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, জয়নগর ইউনিয়ন আঃলীগ সভাপতি মাষ্টার আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান মালী, ২নং নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু।


এই শ্রেণীর আরো সংবাদ