HEADLINE
আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন

চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা!

টুডে ডেস্ক / ২০৫
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য। ওই এলাকায় গড়ে তুলেছে একটি চোরাচালানের সিন্ডিকেট এবং ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে রেউই গ্রামের বাপ্পি। জানা গেছে, চোরাচালানীদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহ ইউনিয়নের রেউই এলাকা

এলাকাবাসীরা জানায়, সীমান্তের তলুইগাছা, কেঁড়াগাছি, গাড়াখালী ও কুশখালী এলাকা দিয়ে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য যেমন গাঁজা, ফেনসিডিল, মদ, পাতার বিড়ি, বিড়ির পাতা ও তামাক, তালা, শাড়ি সহ নানা ধরনের ভারতীয় দ্রব্য সামগ্রী পাচার করে চোরাচালানীরা সীমান্ত সড়ক ওই রেউই এলাকা দিয়ে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। সীমান্তের এতগুলো সড়ক থাকা সত্বেও রেউই এলাকাকে চোরাচালানিরা কেন ব্যবহার করে এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই গ্রামের মৃত জব্বার মাস্টারের ছেলে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী বাপ্পি, সাতক্ষীরা জেলার বিভিন্ন সংস্থার সাথে যোগসাজশ করে ওই এলাকায় একটি চোরাচালান সিন্ডিকেট তৈরি করেছে। এই সিন্ডিকেট প্রধান বাপ্পীকে টাকা দিয়ে চোরাচালানিরা ও মাদক ব্যবসায়ীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। এদিকে অন্য একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেউই এলাকায় বাপ্পির নেতৃত্বে চোরাচালান সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। ওই সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা হলো রউই গ্রামের ফকির আহমদের ছেলে আলিফ, সাইদুল মেম্বার, কাওনডাঙ্গা গ্রামের মৃত শরবত আলীর ছেলে আবুল হোসেন, গড়িয়াডাঙ্গা গ্রামের গোলাম বারির ছেলে হাফিজুল ইসলাম, কাওনডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আলী হোসেন, কাওনডাঙ্গা গ্রামের সোনাই সরদারের ছেলে সাইদুর রহমান।

উল্লেখ্য, এই সিন্ডিকেটের মাধ্যমে ভারত থেকে মাদক সহ নানা ধরনের চোরাচালানী পণ্য নির্ভয় প্রবেশ করছে বাংলাদেশে। সাতক্ষীরা সদর থানা পুলিশ প্রতিনিয়ত এসমস্ত গাঁজা ফেনসিডিল ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছে। ওই সকল মাদক রেউই চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের প্রবেশ করে থাকে। এলাকার অভিজ্ঞ মহল মনে করছে রেউই চোরাচালান সিন্ডিকেট বন্ধ করা গেলে সাতক্ষীরা অঞ্চলে মাদক চোরাচালান অনেক অংশে হ্রাস পাবে।এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।


এই শ্রেণীর আরো সংবাদ